| |
               

মূল পাতা আন্তর্জাতিক বেলুচে ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি যুদ্ধ এখন আর গোপন নয় : পাক সেনাপ্রধান


বেলুচে ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি যুদ্ধ এখন আর গোপন নয় : পাক সেনাপ্রধান


আন্তর্জাতিক ডেস্ক     02 June, 2025     12:28 PM    


পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির জানিয়েছেন, ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রক্সি যুদ্ধ এখন আর গোপন নয়। এটি একপ্রকার প্রকাশ্য সন্ত্রাসবাদ, যা পাকিস্তানের জনগণ, উন্নয়ন ও স্থিতিশীলতার বিরুদ্ধে সরাসরি আঘাত হানছে।

রোববার (১ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এআরওয়াই নিউজ।

বেলুচিস্তানের কোয়েটায় জেহরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি গ্র্যান্ড জিরগায় উপজাতীয় নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে পাকিস্তান সেনাপ্রধান বলেন, আমাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে যে, বেলুচিস্তানে সক্রিয় সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর পেছনে ভারতের সরাসরি মদদ রয়েছে। এই শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব পাকিস্তান সেনাবাহিনী দৃঢ়ভাবে দেবে। এসব ষড়যন্ত্র ব্যর্থ হবে।

তিনি বলেন, জাতির পূর্ণ সমর্থন এবং বেলুচ জনগণের সাহসিকতার সঙ্গে একসঙ্গে থেকে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর মোকাবিলা করবে। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বেলুচিস্তান ছাড়া পাকিস্তানের ভবিষ্যৎ কল্পনাও করা যায় না।

জিরগায় পাকিস্তান প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফও উপস্থিত ছিলেন।  তিনি বলেন, ভারত-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী, বিশেষ করে তথাকথিত ‘ফিতনা আল-হিন্দুস্তান’, বেলুচিস্তানের স্থিতিশীলতা বিনষ্ট করতে এবং উন্নয়ন প্রকল্পে বিঘ্ন ঘটাতে সক্রিয়ভাবে কাজ করছে।

শাহবাজ বলেন, এই অপশক্তিগুলোকে স্থানীয়ভাবে কোনোক্রমেই সহযোগিতা দেওয়া যাবে না। সন্ত্রাস দমন ও দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনে স্থানীয় জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।